নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৩ এপ্রিল, ২০২৪
সাংবাদিককে বেঁধে রাখার চ্যালেঞ্জ
ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিয়েছেন উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেশমা আক্তার।
গতকাল মঙ্গলবার সকালে নিউজ সংক্রান্ত ব্যাপারে ফোন দিলে এই হুমকি দেন বলে অভিযোগ করেন ভোরের কাগজের নবাবগঞ্জ প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাহিদুল হক খান ডাবলু।
ডাবলু বলেন, ‘একটি প্রতিবেদনের তথ্যের জন্য রেশমা আক্তারকে কল দিয়ে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষেপে যান। রেশমা আক্তার বলেন, কোনো সাংবাদিক আমার ত্রি-সীমানায় এলে, তাকে আমি শিকল দিয়ে বেঁধে রাখব।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন