যশোর প্রতিনিধি

  ০৩ এপ্রিল, ২০২৪

স্বজনদের দাবি ‘হত্যা’

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

যশোর সদর

যশোরে নিখোঁজের একদিন পর জোনাকি খাতুন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের মডেল মসজিদের পিছনে একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এদিকে জোনাকির স্বজনদের দাবি সৎমা পরিকল্পিতভাবে জোনাকিকে হত্যা করেছেন। জোনাকি খাতুন যশোরের বেনাপোল পোড়াবাড়ি এলাকার শাহিন তরফদারে মেয়ে। জোনাকি শাহিনের প্রথম স্ত্রীর ছোট সন্তান। বর্তমানে শাহিন তরফদার দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমকে নিয়ে যশোর শহরের মডেল মসজিদের পিছনে ভাড়া বাড়িতে বসবাস করেন।

স্বজনরা জানান, জোনাকি বেনাপোলে দাদার বাড়িতে থাকে। ৬ দিন আগে দাদা বাড়ি থেকে যশোর শহরের রেলগেট এলাকার বাবার বাড়িতে বেড়াতে আসে। গত সোমবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে জোনাকির লাশ বাড়ির পিছনের পুকুরে ভেসে থাকতে দেখা যায়। জোনাকির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

স্বজনদের অভিযোগ, জোনাকির বাবা শাহিনের সম্পত্তি আত্মসাৎ করতে সৎমা নার্গিস জোনাকিকে নির্যাতন করে হত্যা করেছে।

জোনাকির মেজো বোন চুমকি খাতুন বলেন, ‘আমার সৎমা সম্পত্তি থেকে বঞ্চিত করতে পরিকল্পিতভাবে সৎমা নার্গিস আমার বোন জোনাকিকে নির্যাতন করে হত্যা করেছে।’

নিহতের দাদি সুববান বেগম বলেন, ‘পানি থেকে জোনাকি লাশ উঠিয়ে দেখি হাঁটু, পা, হাত, গলা শরীরে সব জায়গায় ক্ষত চিহ্ন। আমার নাতিকে হত্যা করা হয়েছে। আমি হত্যার বিচার চাই।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় অনুসন্ধান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সৎমা নার্গিসকে আটক করা হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close