কক্সবাজার প্রতিনিধি

  ০২ এপ্রিল, ২০২৪

টেকনাফ

মুক্তিপণে ফিরলেন অপহৃত স্কুলশিক্ষক

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের ওৎ পেতে থাকা দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়া স্কুলশিক্ষক রবিউল আলম মুক্তিপণ দিয়ে ফিরেছেন। গত রবিবার রাত ১১টার দিকে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ওই শিক্ষক ঘরে ফেরেন বলে গতকাল জানিয়েয়েছেন তার ভাই সাইফুল ইসলাম।

রবিউল আলম টেকনাফের দমদমিয়া এলাকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আলোর পাঠশালার সহকারী শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করেন অপহৃত রবিউল আলমের ভাই সাইফুল ইসলাম জানান, গত শনিবার রাত ৮টার দিকে আমার ভাই ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) করে বাড়িতে ফিরছিলেন। অপহরণকারীরা তাকে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে।

স্থানীয় বাসিন্দারা জানান, গেলো শনিবার রাত ৮টার দিকে রবিউল টমটমযোগে বাড়িতে ফেরার পথে অপহরণকারীরা গাড়িটি অবরুদ্ধ করে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে গিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, অপহরণের বিষয়টি শুনেছি। কত টাকা দিয়ে ফিরে এসেছে তা জানি না। তবে সাড়ে ১০টার দিকে অপহৃত রবিউল আলমের বাবার সঙ্গে কথা হয়। তিনি বলেছিলেন ১ লাখ ৩ হাজার, পরে নাকি ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, সব অপহরণ, অপহরণ না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close