ফেনী প্রতিনিধি

  ০২ এপ্রিল, ২০২৪

অবৈধভাবে কয়েল তৈরি ও বিক্রি করায় জরিমানা

ফেনীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কয়েল উৎপাদন ও বিক্রয়ের দায়ে মেসার্স রূপালী কেমিক্যালস নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার মোল¬াঘাটা বাজারে অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা।

বিএসটিআই সূত্র জানায়, কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ মশার কয়েল উৎপাদন ও বাজারজাতকরনের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। তারা হর্স পাওয়ার, কিং, সততা, হর্স নিমপাতা, পাওয়ার, বারুদ,

সিয়াম, সাদ ও মেসি ব্রান্ড নাম দিয়ে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন ও বিক্রয় করছিলো।

অভিযানে বিএসটিআইয়ের কুমিল¬া কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী শাহান ও দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close