ঝালকাঠি প্রতিনিধি

  ০১ এপ্রিল, ২০২৪

রাজাপুরে থানায় ইউপি সদস্যকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাংবাদিক মাঈনুল ইসলাম টুটুলকে শারীরিকভাবে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউপি সদস্যরা। গতকাল রবিবার সকালে থানার সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর আগে, থানায় পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) মাহবুব গালুয়া তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করে মাঈনুল বলেন, এলাকার মারামারির ঘটনা জনপ্রতিনিধি হিসেবে জানতে শিশুকন্যাকে নিয়ে থানায় গেলে ক্ষিপ্ত হয়ে এএসআই মাহবুব আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

রাজাপুরের এএসআই মাহবুব অভিযোগ অস্বীকার করে বলেন, থানার ভেতরে উভয়পক্ষই উত্তেজিত ছিল। তাদের শান্ত করার সময় হয়তোবা তার গায়ে ধাক্কা লাগতে পারে। তাকে মারধর করা হয়নি।

মানববন্ধনে বক্তব্য দেন সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রিয়াজ উদ্দিন মাতুব্বর ও ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান খান প্রমুখ।

বক্তারা এএসআই মাহবুবের প্রত্যাহার দাবি করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। 

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close