শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০১ এপ্রিল, ২০২৪

শাহজাদপুরে ৩ বেসরকারি হাসপাতালে জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩টি বেসরকারি হাসপাতালে প্রায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার বিকেলে পৌর শহরের থানার ঘাট এলাকায় অবস্থিত রংধনু হাসপাতাল, পিস ল্যাব ও পপুলার হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা. জেসমিন নিলু ও মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম।

ম্যাজিষ্টেট কামরুজ্জামান ও ডা. শারমিন আলম জানান, সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা এ অভিযান পরিচালনা করছেন। তবে হাসপাতালে মেয়াদউর্ত্তিণ ঔষধ বৈধ কাগজপত্র না থাকা জনগনের নিকট অতিরিক্ত অর্থ আদায় সহ নানা রকম সমস্যা থাকায় পিস ল্যাব হাসাপাতালে অর্ধলক্ষ টাকা, পপুলার হাসপাতালে ১৫ হাজার ও রংধনু হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে শাহজাদপুরে অনেক হাসপাতাল আছে তাদের কোন বৈধ লাইসেন্স নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close