চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০১ এপ্রিল, ২০২৪

চিলমারী-রৌমারী নৌপথ

কালভার্টের কাজে ধীরগতি ফেরি বন্ধ আড়াই মাস

দুয়েকদিনের মধ্যে কাজ শেষ হবে এবং রাস্তা খুলে দেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌপথে আড়াই মাস ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। ব্রহ্মপুত্র নদের নাব্যসহ কুটিরচর এলাকায় পুরাতন বক্স কালভার্টটির বিকল্প রাস্তার কাজ শেষ না হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখার কথা জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডবি¬উটিসি) কর্তৃপক্ষ। এদিকে প্রায় ৭৬ দিন ফেরি চলাচল বন্ধ থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) বিকল্প রাস্তা নির্মাণ কাজ চলছে ধীর গতিতে বলে এলাকাবাসীর অভিযোগ।

জানা গেছে, এই পথে প্রতিদিন ৩০-৪০টি পণ্যবাহী পরিবহন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করছিল। প্রায় আড়াই মাস আগে রৌমারী ঘাট থেকে ২ কিমি পরে কুটিরচর এলাকায় একটি পুরাতন বক্স কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে ওই কালভার্টটির জন্য গত ১৩ জানুয়ারি থেকে চিলমারী-রৌমারী ঘাটে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে। কালভার্টের পাশে বিকল্প রাস্তার কাজ শুরু করে এলজিইডি। কিন্তু এতদিনেও কালভার্টের বিকল্প রাস্তার কাজ সম্পন্ন না করায় ফেরি চলাচল বন্ধের জন্য এলজিইডির গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

গতকাল রবিবার দুপুরে চিলমারী বন্দর ঘাট এলাকায় সরেজমিনে দেখা গেছে, আড়াই মাস ধরে ফেরি বন্ধ থাকায় রাস্তায় পণ্যবাহী কোনো পরিবহন ফেরি পারাপারের জন্য অপেক্ষা করতে দেখা যায়নি।

নৌকা চালক নজরুল ইসলাম বলেন, ‘ফেরি চলাচল করলে আমাদের সমস্যা নাই তবে ঈদে ফেরি চললে নৌকার যাত্রী কম হয়। তাছাড়া নদীর পানি কম থাকায় আমার মনে হয় এবার ঈদের মধ্যে ফেরি চলাচল করবে না।’

স্থানীয় লোকজন বলেন, দীর্ঘদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় বর্তমানে এই পথে কোন পরিবহন আসছে না। ফেরি চলাচল করলে পারাপার সুবিধাসহ ঈদের মধ্যে বাড়িতে আসা যাত্রীরা অনেক সুফল পেত।

জানতে চাইলে ফেরি কুঞ্জলতার মাস্টার অফিসার রেজাউল করিম জানান, এ বিষয়ে আমাদের কমার্শিয়াল বিভাগের সঙ্গে কথা বলেন। এসব সমস্যা সমাধান করা মূলত এক সপ্তাহের কাজ ছিল। তিনি মনে করেন আড়াই মাস সময়ের মধ্যে নদী খনন করে ফেরি চলাচলের উপযোগী করা সম্ভব ছিল।

ফেরি ঘাট ম্যানেজার (বাণিজ্য) প্রফুল¬ চৌহান জানান, কালভার্টসহ রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত ফেরি চলবে না। তবে ঈদের আগে ফেরি চলাচলের বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।

রৌমারী উপজেলা প্রকৌশলী মনছুরুল হক জানান, কালভার্টটির বিকল্প রাস্তার কাজ প্রায় শেষের দিকে। তিনি আশা করেন দুয়েকদিনের মধ্যে কাজ শেষ হবে এবং রাস্তা খুলে দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close