সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২৪

হৃদরোগে আক্রান্ত রুসদাকে বাঁচাতে মায়ের আকুতি

রুসদা হাসান জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য প্রয়োজন ২ লাখ টাকা। কিন্তু এই ব্যয়ভার মেটানো কোনোভাবেই সম্ভব নয় দরিদ্র মায়ের পক্ষে। এ জন্য ১০ টাকা, ২০ টাকা করে হলেও সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন শিশুটির মা আর্জিনা।

জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের সুমন মিয়া ও আর্জিনা খাতুন দম্পতির একমাত্র কন্যা সন্তান রুসদা হাসান। বয়স ৬ মাস কয়েকদিন। জন্মের পর থেকেই শিশুটির জ্বরের পাশাপাশি কষ্ট হচ্ছিল শ্বাসপ্রশ্বাস নিতে। রংপুরের শিশু বিশেষজ্ঞ ডা. বিকাশ মজুমদার পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানান, শিশুটি জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত। ছিদ্র রয়েছে তার হার্টে। সঙ্গে নিউমোনিয়া। নিউমোনিয়া নিরাময়ের জন্য চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হলে সেখানে নিউমোনিয়া ভালো হয়। পরে ওই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকায়। সেখান থেকে রেফার্ড করা হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। সেখানেই ডা. শাহরীন কবিরের তত্ত্বাবধানে ফের পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের পরামর্শ দেন তিনি। এ জন্য দরকার ২ লাখ টাকা। অপারেশন হবে কোরবানির ঈদের পরে কোনো সুবিধাজনক সময় কিংবা ৬ আগস্ট, এমনটা জানিয়েছেন তিনি।

সে কারণে সাহায্যের জন্য হাত পেতেছেন শিশুটির মা আর্জিনা। সাহায্য পাঠাতে একটি বিকাশ নম্বরও ০১৭৫২২৯৮১০৬ দিয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close