নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
০৫ মার্চ, ২০২৪
নন্দীগ্রামে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা
বগুড়ার নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান এবং শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকল মিঞা। প্রভাষক জাকারিয়া লিটনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ প্রমুখ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন