রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

  ০৫ মার্চ, ২০২৪

রায়পুরায় ‘পলো বাওয়া’ উৎসব

পলো বাওয়া গ্রাম বাংলার লোক সাংস্কৃতির দীর্ঘদিনের ঐতিহ্যে। নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাদ গ্রামে শতবর্ষী খলিলাবাদ বিলে প্রতিবছরের ন্যায় এবারও সোমবার দিনব্যাপী ‘পলো বাওয়া’ উৎসবে মেতেছেন মাছ শিকারিরা। গতকাল সোমবার দুপুরে খলিলাবাদ ঐতিহ্যবাহী বিলে গিয়ে দেখা যায়, শীতের শেষে বসন্তেও সকালে গুড়ি গুড়ি বৃষ্টি মেঘলা আকাশে ঘন কুয়াশা মাখা দুপুরে বহু দূর দূরান্ত থেকে আসা শিকারিরা সকাল থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকযোগে হাজির হন। পলো নিয়ে বিলে নামার প্রস্তুতি নিচ্ছেন। শিকারীরা ঝাঁকে ঝাঁকে দল বেঁধে হৈ হুল্লোড় করে নেমেছেন খলিলাবাদ বিলে। উৎসবে কিশোর থেকে শুরু করে ষাটোর্ধ্ব বয়োবৃদ্ধও রয়েছেন। হাজারো শিকারী পানিতে নেমে পলো, মাছ রাখার থলে নিয়ে কচুরিপানা সরিয়ে হই হুল্লোড়ে মাছ শিকার ও উৎসব পালন করতে দেখা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close