জামালপুর প্রতিনিধি

  ০৩ মার্চ, ২০২৪

জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া এলাকা থেকে তানভীর ওরফে তানজিল (২৬) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ।

গতকাল শনিবার পৌরসভার লাঙ্গলজোড়া গ্রামের একটি আমগাছের ডালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তানজিল ওই এলাকার রেজাউল করিম এর ছেলে।

তানজিলের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত বারটার দিকে তানভীর বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেনি। খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকাল তার মা বাড়ির পাশের একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তানভীরকে। এ সময় তার ডাক চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। পরে সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের হাসপাতাল মর্গে পাঠায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close