ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

  ০২ মার্চ, ২০২৪

আবর্জনার সমস্যায় শবনমের ভিন্নধর্মী উদ্যোগ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এ উপজেলায় হাজারো সমস্যার মধ্যে অন্যতম হলো ময়লা-আবর্জনার সমস্যা। আর এ কারণেই শবনম হক নামের এক নারী স্বেচ্ছাসেবীর ব্যক্তি উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার রানীগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঝুঁড়ি বিতরণের উদ্বোধন করা হয়।

শবনম হক উপজেলার কানাগাড়ি গ্রামের আসলামুল হকের স্ত্রী ও একই এলাকার বর্তমান বাসিন্দা। বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

উদ্বোধন শেষে শবনম হক বলেন, দীর্ঘদিন থেকে আমাদের বাড়িঘর, বাজার, রাস্তাঘাট ও দোকানপাটের আশেপাশের এলাকার সুন্দর একটি পরিবেশ তৈরি করতে সচেতনতামূলক কথাবার্তা ও পরামর্শ দিয়ে আসছি।

প্রত্যেক দোকানে যদি ঝুঁড়ি থাকে তাহলে অনেকেই অপ্রয়োজনীয় জিনিসপত্র ও ময়লা আবর্জনা এদিক-সেদিক না ফেলে নির্দিষ্ট একটি পাত্রে ফেলতে উৎসাহী হবে। মূলত এ ধরনের ধারণা থেকেই এ উদ্যোগের মাধ্যমে উপজেলার রানীগঞ্জ থেকে উপজেলা সদর ওসমানপুর বাজার পর্যন্ত ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close