reporterঅনলাইন ডেস্ক
  ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

গণশুনানি

রংপুর ব্যুরো

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় বিআরটিএ কর্তৃক ঈদের পূর্ব প্রস্তুতি, ড্রাইভিং লাইসেন্স যানবাহনের ফিটনেস সেবা এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত গণশুনানি ও আলোচনা সভা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ গণশুনানি গণ শুনানি ও আলোচনা সভা হয়। শুনানিতে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জনদার। গণশুনানি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মাহবুবের রহমান।

বইমেলা শুরু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দুই দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড় এর আয়োজনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ লুৎফর রহমান প্রধান, অধ্যাপক (অব.) হাসনুর রশিদ বাবু, উদীচী পঞ্চগড়ের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, কবি ও কথা সাহিত্যিক টি এম মনোয়ার হোসেনসহ অন্যরা।

মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝিনাইদহ জেলা শাখা। অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বি এম রেজাউল করিম, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালালসহ অন্যরা।

সামগ্রী বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

হতদরিদ্র গ্রামীণ নারী ও পুরুষদের জীবনমান বদলে দিতে গ্লোবাল ওয়ান বাংলাদেশ কান্টি অফিসের সহযোগিতায় নেত্রকোনা গ্রামীণ উন্নয়ন সংন্থার আয়োজনে নগদ অর্থ, ছাগল ও সেলাই মিশিন বিতরণ করেন গ্রামীণ উন্নয়ন সংস্থা। গতকাল বুধবার দুপুরে পৌর শহরের বলাইনগুয়া উদয়ন সমিতির কার্যালয়ের প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। এ বিতরণ করেন গ্রামউন্নয়ন সংস্থা নেত্রকোনা সদর নির্বাহী পরিচালক সাহেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উদয়ন সমিতির নির্বাহী পরিচালক আবুল হাসেম, নেত্রকোনা প্রাণিসম্পদ উপসহকারী কর্মকর্তা আবদুল হাকিমসহ অন্যরা।

মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মহাসড়কের দুপাশে নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন ও সমাবেশ হয়। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা দেন আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, আলীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মিলন, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা বেগম, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান প্রমুখ।

আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি

স্বাস্থ্যসেবার ৬৮ বছর- ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালন উপলক্ষে গাইবান্ধায় এক আলোচনা হয়েছে। গতকাল বুধবার গাইবান্ধা ডায়াবেটিক সমিতির উদ্যোগে নিজস্ব মিলনায়তনে এ আলোচনা সভা হয়। সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সমিতির সিনিয়র-সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাবু, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম গোলাপ, মোস্তাফিজুর রহমান, সুধীব চৌধুরী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close