হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

পরিবারের দাবি হত্যা

হাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার, আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে শোবারঘর থেকে মেহেরুন্নেছা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকা বুধবার হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার হাজী কবির আহম্মদের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মেহেরুন্নেছা ওই গ্রামের প্রবাসী মনজুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার প্রবাসী মনজুর সঙ্গে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওযার্ডের লাল মিয়া মিস্ত্রীর বাড়ির আবদুল কাদেরের মেয়ে মেহেরুন্নেছার সঙ্গে গত অক্টোবরে বিয়ে হয়। ছুটি শেষে মনজু দেড় মাস আগে বিদেশে নিজ কর্মস্থলে ফিরে যায়।

বুধবার সকালে বেলা দশটা পেরিয়ে গেলেও গৃহবধূ মেহেরুন্নেছা তার রুম না খোলায় কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার দেহ ঝুলছে।

এদিকে, নিহতের পরিবারের দাবি, তারাই তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close