reporterঅনলাইন ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

চুক্তি স্বাক্ষর

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সঙ্গে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা অনুদান প্রদানের লক্ষ্যে গবেষকগণের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বাউবির গাজীপুর ক্যাস্পাসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। এ সময় ৫ জন গবেষকের সঙ্গে বাউবির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম। বক্তব্য দেন উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সমিতির সভা

গাইবান্ধা প্রতিনিধি

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও বিনোদন অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। সংগঠনের জেলা সভাপতি আজাদ মো. আবু রায়হান মন্ডলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. সোহেল মাহমুদ, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম এ টি এম ফরহাদ হোসেন প্রমুখ।

ক্রীড়া উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে ২ দিনব্যাপী রশিদ কিশালয় বিদ্যায়তন এর ৪১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ এর উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। গত মঙ্গলবার সকাল ৯টায় রশিদ কিশালয় বিদ্যায়তন এর আয়োজনে বিদ্যালয় মাঠে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজস্ব যাদব সরকার। রশিদ কিশালয় বিদ্যায়তনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক সদস্যরা।

ক্রিকেট টুর্নামেন্ট

কাউনিয়া প্রতিনিধি

‘খেলাধুলা বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাইট শট পিচ ক্রিকেট টুনামেন্ট খেলা হয়েছে। গত সোমবার রাতে চৌরাস্তা তরুণ যুব সংঘের আয়োজনে বরুয়াহাট চৌরাস্তা মোড়ে মাহবুব ক্যাডেট একাডেমি মাঠে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মনজুদার রহমান মিলন, শহীদবাগ পল্লী উন্নয়ন সংঘের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম যাদরেল, শহীদবাগ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফাতেমা বেগম, কুর্শা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহম্মেদ, সাংবাদিক জহির রায়হান, সাইফুল ইসলাম প্রমুখ।

বীজ বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রকল্পের আওতায় ২৪১ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১০ রকম সবজী ফসলের বীজ, রাসায়নিক সার ও নানা উপকরণাদি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমী এসব বিতরণ করেন।

দোয়া মাহফিল

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সিদ্দিকা উকীল নূরানী ইসলামীয়া কওমি মাদরাসা ও এতিমখানায় এ দোয়ার আয়োজন করে ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. উজ্জল আলী, সহসভাপতি মেহেদী হাসান, প্রচার সম্পাদক আরজু খান, রাব্বী হোসেন, দিপুসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close