শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

শ্রীমঙ্গলে শতাধিক চা শ্রমিক পরিবার পেল গভীর নলকূপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানে (এসএসজি জলধারা) আবদুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকিয়াছড়া চা বাগানে দীর্ঘদিন থেকে সুপেয় পানির অভাবে কষ্ট পাওয়া প্রায় শতাধিক চা শ্রমিক পরিবার, পর্যটক ও স্থানীয় জনগণের জন্য নলকূপটি স্থাপন করা হয়।

নলকূপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং গভীর নলকূপ স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন জেমস ফিনলে চা কোম্পানির বালিশিরা ডিভিশনের মহাব্যবস্থাপক সৈয়দ সালাউদ্দিন, এসএসজি জলধারা আবদুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক মাসুদ আল আমিন রাজিব।

অনুষ্ঠান পরিচালনা করেন এসএসজি জলধারা আবদুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের সিলেট বিভাগীয় সমন্বয়ক মুহাম্মদ হাছানুজ্জামান চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close