reporterঅনলাইন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

আবৃত্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষাশহীদ দিবস উপলক্ষে কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে কবিতাপাঠ ও আলোচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক বীরেন মুখার্জী। বিশেষ অতিথি ছিলেন কবি যাকির সাইদ এবং নাট্য সংগঠক জাহাঙ্গীর আলম ঢালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি পরিষদ মুন্সীগঞ্জের সভাপতি কবি ও প্রত্নগবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বল।

চক্ষুশিবির

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে ফ্রী চক্ষু শিবির হয়ছে। সোমবার সকালে অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লায়ন ডা. নারায়ণ চন্দ্র নাথের সহযোগিতায় এ চক্ষু শিবির হয়। এতে চিকিৎসা দেন চক্ষু চিকিৎসক ও সার্জন মোহাম্মদ সায়েম। ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবারক আলীর সভাপতিত্বে এতে প্রাধান অতিথি ছিলেন বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক রবিউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর অলিনগর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আলিম প্রমুখ।

পুনর্নির্মাণ

পটুয়াখালী প্রতিনিধি

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বড় মসজিদ পুনর্নির্মাণকাজের শুভ সূচনা করেন পটুয়াখালী বড় মসজিদ ওয়াকফ এস্টেট সভাপতি জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

গত রবিবার মসজিদণ্ডসংলগ্ন পুরাতন আদালত মাঠে বড় মসজিদের খতিব মাওলানা মো. আবু সাঈদের সঞ্চালনায় কাজের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক। স্বাগত বক্তব্য দেন বড় মসজিদ ওয়াকফ স্টেটের সদস্য সচিব সদর ইউএনও ডা. সঞ্জীব দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন মসজিদ ওয়াকফ এস্টেটের সহসভাপতি পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর প্রমুখ।

সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির বদলিজনিত বিদায় সংবর্ধনা হয়েছে। গত রবিবার বিকেলে শহিদ শামসুদ্দিন সম্মেলনে কক্ষে এ বিদায় আয়োজন হয়। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ইসরাত জাহানের সঞ্চলনায় সংবর্ধনায় ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদার, স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

সভা ও দোয়া

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পবিত্র শবে বরাতের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদে গত রবিবার বাদ মাগরিব এ আলোচনা ও দোয়া মাহফিল হয়। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুুল হামিদ খানের সভাপতিত্বে আলোচনা করেন কোটচাঁদপুর কামিল মাদরাসার অধ্যক্ষ ও জেলা শহরের পুরাতন হাটখোলা মসজিদের খতিব মাওলানা বাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভুটিয়ারগাতী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক ও মাওলানা আবদুুর রশিদ।

মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম খানের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

গত শনিবার দুপুরে ইউনিয়নের শ্রেণিখালী এলাকায় স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষ একত্রিক হয়ে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, পুটিখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য শাফিয়া বেগম, সেলিনা বেগম, ইউপি সদস্য শহিদুল ইসলাম মল্লিক, কালাম শেখ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close