সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি, ২০২৪
সরাইলে ডোবায় নবজাতকের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় উপজেলার সদরের ছোট দেওয়ানপাড়া মানিক মিয়ার বিল্ডিং-এর দক্ষিণ পাশে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে মানিক মিয়ার বিল্ডিং-এর ছাদের ওপরে স্থানীয় কয়েকজন ছেলে খেলা করছিল। এ সময় হঠাৎ ওপর থেকে নিচে চোখে পড়ে ডোবার মধ্যে একটি বাচ্চা পড়ে রয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ বিষয়ে বলেন, তদন্ত কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন