সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি, ২০২৪
সিংগাইরে বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে নদী ও সরকারি রাস্তা ব্যবহার করে ইয়াছিন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি বালু ব্যবসা করায় ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল কাইয়ূম খান।
গতকাল শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ধল্লা সেতুর দক্ষিন পাশে বিন্নাডাঙ্গী নামকস্থানে এ ঘটনা ঘটে। বালু ব্যবসায়ী ইয়াছিন মিয়া উপজেলার জার্মিত্তা ইউনিয়নের খোলাশ্বর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বালু ব্যবসায়ী ইয়াছিন মিয়া উপজেলার বিন্নাডাঙ্গী এলাকায় ধলেশ্বরী নদী ও সরকারি রাস্তা ব্যবহার করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু ব্যবসা করে আসছিল।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন