দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

দশমিনায় ছাগলে চারা খাওয়ায় মালিককে বেঁধে মারধর

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছাগলে মরিচ চারা খাওয়ায় মালিককে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আরোজবেগীর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার আরোজবেগী গুচ্ছগ্রামের বাসিন্দা মোস্তফা ফকিরের ঘরের পেছনের খেত থেকে প্রতিবেশী খোকন সরদারের পালিত ছাগল গত বৃহস্পতিবার সন্ধ্যায় মরিচের চারা খায়। এ কারণে মোস্তফা ছাগল নিয়ে বেঁধে রাখে। খোকন শুক্রবার সকালে ছাগল চাইতে গেলে মোস্তাফা ও তার স্ত্রী এবং পুত্রবধূ খোকনকে আটকিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। খোকনের স্ত্রী স্বামীকে বাঁচাতে গেলে তাকে মারধর ও দুই সন্তানকে মারধর করে বলে খোকনের পরিবার দাবি করে। পরে স্থানীয় বাসিন্দারা খোকনকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়।

আহত খোকন সরদার বলেন, ‘আমি উপজেলা প্রশাসনের কাছে এহেন কাজের জন্য বিচার চাই।’

স্থানীয় ইউপি সদস্য সিকদার দেলোয়ার বলেন, ‘এটা একটি দুঃখজনক ঘটনা।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close