চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জের চৌহালী

পাশের মাটিতে বাঁধে ডাম্পিং বালু বেচছেন প্রভাবশালীরা

নদী তীরের ৫০০-৬০০ মিটার দূর থেকেই বালু তুলে বাঁধ রক্ষার ডাম্পিংয়ে ব্যবহার * রাতের আঁধারে বালু তুলে বিক্রির অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে * সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাউবোর

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার বাম তীর ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হওয়ায় খুশি হয়েছিল স্থানীয় বাসিন্দারা। কিন্তু জিও ব্যাগে ব্যবহৃত বালু ওই নদী থেকেই তোলায় স্থানীয়দের মধ্যে আবারো নদীভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে রাতের আঁধারে বালু তুলে বিক্রির অভিযোগও স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, ২০২৩ সালে ২ জুনে জেলার চৌহালী উপজেলার খাষপুকুরিয়া থেকে চরসলিমাবাদ পর্যন্ত যমুনার বাম তীর ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন হয়। এর ব্যয় ধরা হয় ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। কিন্তু বর্ষা মৌসুমের কারণে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় কয়েক মাস পরে। বাঁধের কাজ শুরু হওয়ায় নদী পাড়ের বাসিন্দারা স্বস্থিতে ছিল। কিন্তু কাজ শুরুর পর থেকেই জিও ব্যাগে ব্যবহৃত বালু যমুনা নদী থেকেই তোলা হয়। এতে স্থানীয়দের মধ্যে আবারো নদীভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া গত কয়েকদিন হলো ডাম্পিং কাজ এলাকা বা নদীর তীরের মাত্র ৫০০-৬০০ মিটার দূর থেকেই বালু তুলে ডাম্পিং কাজে ব্যবহার করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ওই এলাকার চরবিনানই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিটুয়ানি গার্লস স্কুলের মাঝামাঝি বাঁধের পাশে নদীতীর থেকে মাত্র ৫০০-৬০০ মিটার দূরে কয়েকটি বাল্কহেড দিয়ে বালু তোলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘যেখানে জিও ব্যাগ ফেলা হচ্ছে তার একটু দূর থেকেই ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এই বাঁধ কাজে আসবে বলে মনে হয় না।’

আরেক বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, ‘ডাম্পিং কাজে ব্যবহৃত বালু একটু দূর থেকেই তুলছে এবং স্থানীয় প্রভাবশালীরা তাদের সঙ্গে মিলে রাতের আঁধারে বালু বিক্রি করছে। এতে বর্ষায় জিও ব্যাগসহ তীরবর্তী স্থাপনা বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।’

এদিকে প্রকল্পের ঠিকাদার সাইদুল ইসলাম ও বালু এবং জিও ব্যাগ ডাম্পিং এর দায়িত্ব থাকা সরদার রফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।

জানতে চাইলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন, ‘সরেজমিনে দেখে ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close