হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

পল্লীবিদ্যুতের লোডশেডিং কৃষকদের মানববন্ধন

ময়মনসিংহের হালুয়াঘাটে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কৃষকদের মানববন্ধন হয়েছে। পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং হয় অভিযোগ কৃষকদের। গতকাল সোমবার দুপুরে পল্লী বিদ্যুতের হালুয়াঘাট জোনাল অফিসের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আবু সাঈদ, আক্তার হোসেন, রাসেদুল, শাহজালাল, সিরাজ উদ্দিন, আবুল কাশেম ফজলুল হক প্রমূখ। পরে পল্লী বিদ্যুতের হালুয়াঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মো. ইমরান হোসাইন বলেন, হালুয়াঘাটে বিদ্যুতের মোট চাহিদা ২০ মেগাওয়াট। অথচ আমরা পাচ্ছি ৪ থেকে ৫ মেগাওয়াট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close