সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

উল্লাপাড়ায় তিন ভাটায় দেড় লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়মবহির্ভূত ফসলি জমিতে ইট তৈরি ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ৩টি ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার বিকেলের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. খাদিজা খাতুন এ জরিমানা করেন।

ইটভাটাগুলো হলো, উল্লাপাড়া সদর ইউনিয়নের গজারিয়ায় মো. জহুরুল ইসলামের পিবিসি ইটভাটা, চকিদহ, সেতু সংলগ্ন মো. আবু হানিফের আয়েশা ইটভাটা ও ভেন্নাবাড়িতে মো. ফজর আলীর এফঅ্যান্ডএফ ইটভাটা।

জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুন ওই ইট ভাটাগুলোতে পরিদর্শনে গিয়ে এ জরিমানা আদায় করেছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা ভূমি অফিসের পেশকার মো. শফিকুল আজম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close