পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি, ২০২৪
মুখ বেঁধে ধর্ষণ ও ডাকাতির অভিযোগ
খুলনার পাইকগাছায় সুপার গ্লু আঠা ও মুখ বেঁধে ডাকাতি করার সময় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে পাইকগাছা উপজেলায় এ ঘটনা ঘটে জানায় প্রতিবেশীরা।
প্রতিবেশী নাজির সরদার জানান, স্বামী ব্যবসায়ী কাজে গড়ইখালীতে ছিলেন। এ সুযোগে ডাকাতরা তার বাড়ি গিয়ে গৃহীনিকে চোখে মুখে সুপার গ্লু আঠা দিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে কনের দুল ও নাকফুল ছিড়ে নেয়। বাড়ির আসবাবপত্র তচনছ করে আলমারী ও বাক্সে থাকা টাকা স্বর্ণালংকার লুটপাট করে ডাকাতরা। এ সময় তারা ওই গৃহবধূকে গণধর্ষণ করে বলে পরিবারের লোকেরা জানিয়েছেন। তাকে পরিবারের লোকজন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
পাইকগাছা থানা ওসি মো. ওবাইদুর রহমান জানান, তার কাছ থেকে বিস্তারিত না জানা পর্যন্ত সঠিকভাবে কোনো কিছু বলা যাচ্ছে না।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন