শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি, ২০২৪
শাহরাস্তিতে ৪ দিনেও খোঁজ মেলেনি যুবলীগ নেতার

চাঁদপুরের শাহরাস্তিতে ৪ দিনেও খোঁজ মেলেনি যুবলীগ নেতা কবির হোসেন পাটোয়ারীর। গতকাল শনিবার তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, গত বুধবার সকালে তিনি নিখোঁজ হন। ওইদিন বিকেলে ব্যক্তিগত কাজে লাকসামের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। রাত ৯ টায় পরিবারের সঙ্গে মোবাইলে তার শেষ কথা হয়।
জানা যায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের মৃত শামছুল হক মাস্টারের ছোট ছেলে তিনি। কবির হোসেন পাটোয়ারী রঘুরামপুর শাখা যুবলীগের সভাপতি।
এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) হয়নি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন