ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন মালিকসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইটভাটায় চারদিন ধরে শিকলে বাঁধা অবস্থায় সবুজ আলী (৩৬) নামে শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার মধ্য রাতে উপজেলার তরফ পাছাইল গ্রামে এজিবি ব্রিকস নামে ইটভাটা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটার মালিকসহ দুজনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভাটার মালিক খাইরুল আলম রাসেল (৪২) ও ম্যানেজার আসাদ মিয়া (৭০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সাম্ভান গ্রামের আবজাল হোসেনের এর ছেলে সবুজ আলী। সে এজিবি ব্রিকসে কাজ করেন, কাজ রেখে পালিয়ে যাবে এ সন্দেহে সবুজকে পায়ে শিকল বেঁধে কাজ করাতেন ভাটার মালিক। দিনে কাজ করানোর পর রাতে মালিকের কক্ষে খুঁটির সঙ্গে বেঁধে চালানো হতো নির্যাতন। এ নির্যাতনের খবর পেয়ে সবুজের বাবা ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত ফরিদ আহম্মেদ এ বিষয়ে বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close