সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

জিসিজি উচ্চবিদ্যালয়

শিক্ষকের মৃত্যুর পর ঘুষের টাকা ফেরত পেল পরিবার

সিরাজগঞ্জের কাজিপুরে ঘুষের টাকা ফেরত পেয়েছে জিসিজি বহুমুখী উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষিকা রোকেয়া খাতুনের পরিবার। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরত দেন প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি।

এর আগে সিরাজগঞ্জের কাজিপুরে ঘুষের টাকা ফেরতের দাবিতে শিক্ষিকার মরদেহ নিয়ে বিদ্যালয়ে অবস্থান নেন স্বজনেরা।

এতে মধ্যস্থতা করে ইউএনও সোহরাব হোসেন। তিনি বলেন, ‘জিসিজি বহুমুখী উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক রোকেয়া খাতুনের বেতন পাশ করিয়ে দেওয়ার কথা বলে কয়েক ধাপে ৩ লাখ ৯৫ হাজার টাকা নিয়েছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সভাপতি। প্রতিশ্রুতি অনুযায়ী তারা সেই টাকা ফেরত দিয়েছেন আমার উপস্থিতিতেই।

এর আগে, একাধিকবার ঘুষ দিয়েও তার বেতন এমপিওভুক্ত না হওয়ার হতাশায় রোকেয়া খাতুন স্ট্রোক করে গত সোমবার মারা যান। পরে ঘুষের টাকা ফেরতের দাবিতে ওই দিন সকালে তার মরদেহ নিয়ে বিদ্যালয়ে অবস্থান নেন স্বজনেরা। তোপের মুখে জনতার সামনে ঘুষের ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এবং বিদ্যালয়

পরিচালনা পর্ষদের সভাপতি ও কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close