reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

পুরস্কার বিতরণ

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বেরুবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। আরডিআরএস বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচি কার্যক্রমের আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আরডিআরএস নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং ইকবাল শাহাদতের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আরডিআরএস বাংলাদেশের রংপুর অঞ্চলে দলের প্রধান বিদ্যুৎ কুমার সাহা। বক্তব্য দেন বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান, শিক্ষক ইউনুছ আলী, কমিটির সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষা

নাজিরপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি পরীক্ষা হয়েছে। গতকাল শুক্রবার পুষ্প নীরোদ নাগ ফাউন্ডেশনের উদ্যোগে এ পরিক্ষা হয়। উপজেলার ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ষ্ঠ শ্রেনি থেকে ১০ শ্রেনি পর্যন্ত হতদরিদ্র মেধাবী ৪১৯ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশ গ্রহন করে। প্রতিষ্টাতা ডা. দীপংকর নাগের আহ্বানে উজেলার দায়িত্বশীল শিক্ষক বৃন্দ, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানের কর্মযজ্ঞ চলছে।

প্রতিযোগিতা

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় শামুকখোলা কাজীপাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক কাজী শরিফুল ইসলাম মিন্টুর উদ্যোগে ৪র্থ ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, ও ৩৩তম ওয়াজ মাহফিল হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মাদরাসা চত্বরে পবিত্র কোরআন তেলোয়াত, আযান, হামদণ্ডনাত ও গজল প্রতিযোগিতা হয়। এতে সভাপতিত্ত্ব করেন শামুকখোলা কওমি মাদরাসার প্রিন্সিপাল মুফতি আ. হলিম। কাজী আব্দুল আলিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মো. মেহেদী হাসান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া, লোহাগড়া ইউএনও অনিমেষ বিশ্বাস, লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় প্রমুখ।

বার্ষিক সভা

ভান্ডারিয়া প্রতিনিধি

পিরোপুরের ভান্ডারিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ১৪ তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। শুক্রবার সকালে ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাযিল মাদরাসার নব নির্মিত একাডেমিক ভবনের হলরুমে এ সভা হয়। শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অডিট কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আ. বাতেন জমাদ্দার, প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন কালব্ লি. এর সেক্রেটারী আরিফ মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মাইনুল হাসান। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো. আকবর আলী, প্রমুখ।

গ্রেপ্তার ৫

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রান্সফরমার চুরিতে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার আদালতে চালান দিয়েছে পুলিশ। এদের কাছ থেকে পুলিশ দুটি ট্রান্সফরমারসহ ট্রান্সফরমারের বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। গ্রেপ্তার পাঁচজন হলো নুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, উজ্জল দত্ত, রাজীব হোসেন ও একই নয়নগাতীর ইউনুছ আলী। এ বিষয়ে মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দীকুল ইসলাম বলেন সাস্প্রতিক সময়ে উপজেলার মাঠ থেকে ট্রান্সফরমার চুরির বিষয়ে কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়ে তৎপরতা চালিয়ে ট্রান্সফরমার চুরিতে জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close