শালিখা (মাগুরা) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

শালিখায় মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির দায়ে জরিমানা

মাগুরার শালিখায় মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির দায়ে একটি কনফেকশনারির স্বত্বাধিকারী ও হিদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার হাসিমপুর বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, বৃহস্পতিবার বিকালে হাসিমপুর গ্রামের একটি কনফেকশনারির দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাবার খেয়ে একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে এমন খবর পান। পরে ওই বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রেতা ও হিদুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শালিখা থানা উপপুলিশ পরিদর্শক (এসআই) অনুপম রায়, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী জুধিষ্ঠি বিশ্বাস ও আনসার সদস্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close