রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)
বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ
সিংগাইরে রাস্তা বন্ধ করে ভবন, প্রতিকার চাওয়ায় থানায় অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর স্বাক্ষর দিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি।
অন্যদিকে জোড় করে তার জায়গার ওপর দিয়ে যাতায়াত, রড-সিমেন্ট চুরি ও চাঁদা দাবির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
সিংগাইর পৌর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশে ঘোনাপাড়া গ্রামের ওই রাস্তাটি নিয়ে এই অবস্থা তৈরি হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঘটনা এলাকায় গিয়ে দেখা গেছে, ঘোনাপাড়া গ্রামের রাস্তাটি বন্ধ করায় তিন গ্রামের বাসিন্দা ও একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে। এর প্রতিকার চেয়ে এলাকাবাসীর স্বাক্ষরসহ উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও সমস্যার সমাধান হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। উল্টো অভিযোগকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভয়ভীতি ও মামলার হুমকি দেওয়া হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিংগাইর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া-বকচর গ্রামের সংযোগের রাস্তাটি দিয়ে ২০-২৫ বছর যাবৎ এলাকার লোকাজন ও একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করছে। রাস্তাটি বন্ধ করায় প্রায় এক কিলোমিটার ঘুরে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে গোবিন্দল-ঘোনাপাড়া উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে।
এলাকাবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার কথা স্বীকার করে আওলাদ হোসেন বলেন, ‘আমার জায়গা দিয়ে কী করণে রাস্তা দেব? রাস্তা নিলে আমার সঙ্গে সমঝোতা করে নিতে হবে।’
পৌর মেয়র আবু নাঈম মো. বাশার বলেন, ‘রাস্তা বন্ধের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পৌরসভার নিয়ম অনুযায়ী ৩ ফুট রেখে কাজ করতে হবে, তাও না কি রক্ষা করেনি। পৌরসভা থেকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, বিষয়টি খুব দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য অবশ্যই যেটা সহজ, তা করে দেব।’
"