বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

বদলগাছীতে মাদক সেবনে ছাত্রলীগ নেতাসহ দুজন জেলে

নওগাঁর বদলগাছীতে মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে উপজেলার কলেজপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেকের এক বছর কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জিধিরপর গ্রামের বাসিন্দা সুমন ও বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন বাপ্পি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতিয়া খাতুন বলেন, এ ধরনের অভিযান চলমান ও অব্যাহত থাকবে।

সুমন হোসেন মোবাইলে বলেন, এটা পুরোপুরি জেলা ছাত্রলীগের অধীনে। তাই চাইলেও কোনো পদক্ষেপ নিতে পারব না। তবে বিষয়টি জেলা ছাত্রলীগের এক নেতাকে জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close