সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

হেলিকপ্টারে উড়ল ৩২ শিক্ষার্থী

এসইএফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ভালো ফল করায় সিরাজগঞ্জের মেধাবী ৩২ শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে শহর ঘোরানো হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির এসব শিক্ষার্থীকে ফুলের মালা পরিয়ে হেলিকপ্টারে ঘোরানো হয়। গত বুধবার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হেলিকপ্টারে ঘোরানো হয়।

এর আগে বুধবার সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close