কুষ্টিয়া প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০২৪

কিশোর গ্যাংয়ের হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালী থানায় এক যুগ আগে সংঘটিত কিশোর গ্যাংয়ের হাতে মিজানুর (১৩) নামের এক কিশোর হত্যার অভিযোগে জাফর ওরফে কালু (২৬) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের অ্যাড. রফিকুল ইসলাম লালন।

আদালত সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে মিজানুরকে আসামি জাফর ও সংগীয় আলম কাজী এবং ছালাম নামের অন্য দুই কিশোরের সহযোগিতায় হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে উপজেলার একটি পুকুরে ডুবিয়ে রাখে। পরে ৫দিন পর ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানা-পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা তালেব আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের অ্যাড. রফিকুল ইসলাম লালন জানান, আসামি জাফর প্রাপ্তবয়ষ্ক হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সাজার আদেশ দেন আদালত। এছাড়া অন্য দুই কিশোর সংশোধনাগারে আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close