মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
জলবায়ু সংকট নিয়ে কর্মসূচি পালন
পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে বাগেরহাটে সুন্দরবনের ঢাংমারিতে বনজীবিদের অবস্থান কর্মসূচি পালনকালে বক্তারা এ কথা বলেন। গতকাল শনিবার সকাল ১১টায় ‘গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি হয়। এ সময় জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ ও জলবায়ু বিপর্যেয়র সঙ্গে মানবাধিকার লংঘন করছে জড়িত রাস্ট্রগুলো বলে মন্তব্য করে বক্তারা।
ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে এ কর্মসূচি হয়। ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের দলনেতা পরিবেশকর্মী ষ্টিফেন হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।
আরো বক্তব্য দেন কৃষক নেতা কৃষ্ণপদ মন্ডল, ওয়াটারকিপার্স কমলা সরকার, নদীকর্মী সাংবাদিক হাছিব সরদার প্রমুখ।
"