রংপুর ব্যুরো

  ০৯ ডিসেম্বর, ২০২৩

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি গ্রেপ্তার ১৯

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি চক্রের ১৯ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় বেশ কিছু ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে রংপুর নগরীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মনিরুজ্জামান এসব তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিটু এক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীর প্রশ্নপত্রের উত্তর দেওয়ার চুক্তি করা হয়। পরে পরীক্ষার আগের রাতে ও সকালে রংপুরের বিভিন্নস্থান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন রংপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ১১ জন পরীক্ষার্থী ও পাঁচজন ডিভাইস জালিয়াতি চক্রের সদস্য।

গ্রেপ্তার পরীক্ষার্থীদের মধ্যে আটজন নারী। এ সময় তাদের কাছে থেকে ১১টি ডিভাইস, ৮০টি ফোন ও অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন, সরকার সব নিয়োগ পরীক্ষায় সর্বাত্মক সচেতন। এই ঘটনায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close