শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
০৮ ডিসেম্বর, ২০২৩
শ্যামনগরে ৪ বস্তা হরিণের মাংস জব্দ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রায় ৫০-৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। গত বুধবার রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া স্টেশনের বন কর্মীদের সঙ্গে নিয়ে গাবুরার ৯ নম্বর সোরার ক্লোজার এলাকায় অভিযান চালায়। এ সময় চারটি বস্তায় আনুমানিক ৫০-৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে গেছে বলে ধারণা করছেন। এ ঘটনায় সঠিক অনুসন্ধান ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন