সংক্ষিপ্ত সংবাদ
ধান-চাল ক্রয়
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা খাদ্য গোডাউনে আনুষ্ঠানিকভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ধান চাল ক্রয় কমিটির সভাপতি মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক দেবদূত রায়সহ অন্যরা।
উদ্বোধন
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে চলতি মৌসুমের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া খাদ্য গুদামে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল। উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ হিরন, চাল কল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামালসহ অন্যরা।
সেমিনার
দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় ‘নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতি ও গৃহকাজের সহযোগীতা’ শীর্ষক সেমিনার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সেমিনারকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাশেম। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, জেলা সমাজসেবা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিনসহ অন্যরা।
বীজ বিতরণ
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে হাইব্রিড জাতের বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ হয়। কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর হাকিমপুর এর আয়োজনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা তাদের মাঝে এ বিতরণ করেন। বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অন্যরা।
রিফ্রেশার্স প্রশিক্ষণ
মোংলা প্রতিনিধি
মোংলায় অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অপরাজিতা প্রকল্পের আওতায় পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনয়াতনে এ প্রশিক্ষণ হয়। মোংলা উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি জোসনা খাতুন এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো. আতাবুর রহমান টিপু, ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার ও অপরাজিতা অর্পা মল্লিক।
চিত্রাংকন
দুর্গাপুর প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে পথ পাঠাগারের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছে। গত বুধবার বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ সভা ও প্রতিযোগিতা হয়। আলোচনা সভায় পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুসং আদর্শ বিদ্যানিকতনের সাবেক প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়াসহ অন্যরা।
"