মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২৩

মিরসরাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০ বছরের এক মাদরাসাশিক্ষার্র্থীকে ধর্ষণের অভিযোগে মো. নুরুল ইসলাম (৫৮) নামে একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা-পুুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার একটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নুরুল ইসলাম উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, অভিযুক্ত নুরুল ইসলাম ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসায় যাওয়ার পথে প্রায় সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার বলাৎকার করে আসছিল। আর এসব বিষয়ে কাউকে না জানানোর জন্য তাকে ভয় দেখানো হতো। শেষে ওই শিক্ষার্থী মাদ্রাসায় কয়েকদিন অনুপস্থিত থাকায় মাদ্রাসার প্রধান শিক্ষক পরিবারের কাছে না আসার কারণ জানতে চাইলে শিশুটি তার পরিবারকে বলাৎকারের বিষয়টি জানায়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে লোকজন অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করে জোরারগঞ্জ থানাপুলিশে সোপর্দ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close