ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভারের দৈর্ঘ্য বাড়ানোর দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-আগরতলা চার লেন সড়কে শহরের পুনিয়াউট থেকে ফুলবাড়িয়া এলাকা পর্যন্ত নির্মাণাধীন ফ্লাইওভারটি বিরাশার বাসস্ট্যান্ড পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়েছেন নাটাই উত্তর ইউনিয়নের বাসিন্দারা।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিরাশার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, বিরাশার একটি ব্যস্ততম জায়গা।

বিরাশার বাসস্ট্যান্ড হয়ে সদর ও আশুগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ চলাচল করেন। শহরে আসা যাওয়ায় ৪ লেন মহাসড়ক

অতিক্রম করতে গিয়ে তীব্র যানজট ও দুর্ভোগের শিকার হতে হয়। সে জন্য নির্মাণাধীন ফ্লাইওভারের দৈর্ঘ্য বৃদ্ধির প্রস্তাব করেন বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন, তাজ মো. ইয়াছিন, আবুল কাশেম মাষ্টার, দুলাল আনসারী, আবুল কালাম, বিরাশার বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মোমিন হোসেন, জয়নাল মিয়া, সোহরাব হোসেনসহ অন্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close