সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০২৩

সিরাজগঞ্জে কুরিয়ারের গাড়িতে আগুন

বিএনপিসহ সমমনা দলের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধে সিরাজগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুনে কাভার্ডভ্যানের কেবিনসহ মূল্যবান মালপত্র পুড়ে গেছে।

গতকাল সোমবার সকালে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাবনা থেকে ঢাকাগামী করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি রবিবার রাত সাড়ে ১০টার দিকে উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় এলে অবরোধ সমর্থকরা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close