reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০২৩

সংক্ষিপ্ত সংবাদ

মতবিনিময়

কুড়িগাম প্রতিনিধি

যোগাযোগের বেহাল অবস্থা, নদীভাঙন প্রতিরোধ, বাল্যবিবাহ, ভূমিসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চৌকি আদালত, লাশঘর ও তথ্য অধিকার আইনসহ উপজেরার সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে রংপুর বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত মহিলা কর্মীদের আয়বর্ধক মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দোহার উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আক্তার ফারুক ফুয়াদ, মৎস কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম প্রমুখ।

গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে সরকারি সার পাচার মামলায় জড়িত থাকার অভিযোগে ছানোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের জাগীর ইউনিয়ন পরিষদের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছানোয়ার হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার কামারদিয়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিএডিসি থেকে অবৈধভাবে সার পাচার করে আসছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাবিুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও ভালুকা মুক্ত দিবস উদযাপন উলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার জেসমিন জাহান, ভালুকা সরকারী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল কামরুজ্জামান তুহিন, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আনিছুজ্জামান প্রমুখ।

বিতরণ

নীলফামারী ও কুষ্টিয়া প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ৭ হাজার ৭০০ কৃষকের মধ্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায়, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার প্রমুখ। এদিকে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মালদ্বীপ প্রবাসীজীবন রহমান মোহনের উদ্যোগে দশ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close