তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশ

সংবাদ প্রকাশের পর কালভার্ট সংস্কার

সিরাজগঞ্জের তাড়াশের কাটাগাড়ি-রানীহাট আঞ্চলিক সড়কের দেওড়া নামক স্থানের কালভার্টটি অবশেষে সংস্কার করা হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধানে কয়েক জন নির্মাণ শ্রমিক কালভার্টটির ভাঙা অংশ মেরামত করেন। এর আগে, গতকাল রবিবার দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় “৫ মাসে ধরে ভেঙে পড়ে আছে কালভার্ট, দুর্ভোগ” শিরোনামে সংবাদটি প্রকাশ হলে তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) টনক পড়ে। সংশ্লিষ্ট কালভার্টটি ভাঙা অংশটি মেরামত করার জন্য তৎপর হয়ে ওঠেন।

উল্লেখ্য, তাড়াশের কাটাগাড়ি-রানীহাট আঞ্চলিক পশ্চিম পাশের অর্ধেকের বেশি অংশ প্রায় পাঁচ মাস ভেঙে পড়েছিল। তার পরও মেরামত কিংবা নির্মাণ করা হয়নি। যা ফলে দুই উপজেলার কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

এ নিয়ে দৈনিক প্রতিদিনের সংবাদে “৫ মাসে ধরে ভেঙে পড়ে আছে কালভার্ট, দুর্ভোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ লাগব হয়েছে। সংবাদ প্রকাশের পর দিন শ্রমিক দিয়ে কালভার্টটি সংস্কার করেছেন তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close