নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
০১ ডিসেম্বর, ২০২৩
ডাবগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাছ থেকে পড়ে লাল মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে নরসিংহপুর গ্রামে মুন্সি বাড়ির হুমায়ুন মিয়া বাড়ির ডাবগাছ থেকে ডাব পাড়তে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। লাল মিয়া পৌর এলাকার টিএনটি পাড়ার আদম আলীর ছেলে।
নিহতের স্ত্রী পারভীন বেগম জানান, বৃহস্পতিবার সকালে মুন্সি বাড়ির হুমায়ুন মিয়া বাড়ির ডাব পাড়তে গাছে উঠেন। ডাব পাড়তে গিয়ে তিনি পড়ে যান। আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন