শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ছাত্রীকে যৌন হয়রানি
শিবচরে অভিযোগ
মাদারীপুরের শিবচরে এক বিদ্যালয়ের শিক্ষকের বিরূদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীর বাবা এ বিষয়ে শিবচর থানায় একটি মামলা করেছেন।
অভিযুক্ত শিক্ষক হলেন, মো. সুমন মিয়া শিকদার শিবচরের একটি উচ্চবিদ্যালয়ের (ভৌত বিজ্ঞান) বিভাগের শিক্ষক।
জানা যায়, গত ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে শিক্ষক সুমন মিয়ার কাছে বিদ্যালয় সংলগ্ন কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায় ওই ছাত্রী। তাকে একা পেয়ে নানাভাবে যৌন হয়রানির চেষ্টা করেন সুমন। পরে ওই ছাত্রী দৌড়ে বাড়ি গিয়ে পরিবারকে জানালে তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, পড়ার সময় শিক্ষক তার শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে হাত দিতে থাকে। সে ওই শিক্ষকের শাস্তির দাবি জানায়।
অভিযুক্ত ওই সহকারী শিক্ষক সুমন শিকদারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলেও তার কোনো সাড়া মেলেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
"