চাঁদপুর প্রতিনিধি
যারা আগুনসন্ত্রাস করে তাদের সঙ্গে জনগণ নেই : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, ‘যারা আগুন-সন্ত্রাস করে, মানুষ পুড়িয়ে মারে, তাদের সঙ্গে এ দেশের জনগণ নেই। দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে। তাই উন্নয়নের মার্কা নৌকার সঙ্গেই এদেশের জনগণ থাকবে। আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।’
গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সব কথা বলেন। গতকাল দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের কাছে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
দীপু মনি বলেন, ‘দেশের যত বড় বড় উন্নয়ন ও অর্জন, তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। যার সুফল এখন জনগণ পাচ্ছে।’
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, সহ-সভাপতি ও শিক্ষামন্ত্রীর বড় ভাই ডা জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মাসুদা নুর খান ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিয়াজী এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বিকেলে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন শিক্ষামন্ত্রী। এ-সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
"