ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৩

ভৈরবে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রণালয় তদন্ত টিম

কিশোরগঞ্জের ভৈরবে গত ২৩ অক্টোবরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত ৭ সদসস্যের তদন্ত টিম। গতকাল মঙ্গলবার দুপুরে তারা জংশনের হোমসিগন্যাল এলাকার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, স্টেশনমাস্টার মো. ইউসুফসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তদন্ত বিষয়ে জানতে চাইলে উপ-সচিব হাবিবুর রহমান কোনো উত্তর দেননি।

২৩ অক্টোবর বিকাল ৪টার দিকে ভৈরবে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্ধুর গোধূলী ট্রেনটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন। এ ঘটনায় ২০ জন নিহতসহ গুরুতর আহত হন শতাধিক যাত্রী।

সে সময় রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক জানায়, মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরে ওই ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে গঠন করে তিনটি তদন্ত টিম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close