সংক্ষিপ্ত সংবাদ
পুষ্টি সমন্বয়
রংপুর প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক পুষ্টি সভা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্সরুমে ইউরোপীয়ান ও ইউনিয়ন অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তা ও ইএসডিও এর বাস্তবায়নে জানো প্রকল্পের সহোযোগীতায় এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো মহিদুল হক এর সভাপতিত্বে এবং শাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন প্রমুখ।
উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সমসপাড়া উচ্চ বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় এ উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভিপি ও ইসলামী ব্যাংক পি এল সি সিংড়া নাটোর শাখা প্রধান মো. রেজাউল করিম। এজেন্ট স্বত্বাধীকারি আলমগীর হোসাইন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, হাফেজ মো. জাকারিয়া প্রমুখ।
স্কাউট ক্যাম্পুরি
খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় ৩ দিনব্যাপী ৬ষ্ঠ তম শীতকালীন কাব স্কাউট ক্যাম্পুরি- ২০২৩ উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকালে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরি উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও ও উপজেলা স্কাউটসের সভাপতি মুহাম্মদ আরাফাতুল আলম। এতে প্রতিভা ত্রিপুরার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ক্যাম্পুরী সচিব মো. আক্কাস আলী। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন প্রমুখ ।
কর্মশালা
নাটোর প্রতিনিধি
নাটোরে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও পাঠাগারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সাক্ষরতা কর্মসূচির সমাপনী ও স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল বুধবার শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ কর্মশালা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী, রুম টু রিডের জেলা অফিসের ফিন্ড ম্যানেজার জয়নাল আবেদিন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ অন্যরা।
বীজ ও সার
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড, বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার প্রমুখ।
প্রস্তুতি সভা
যশোর প্রতিনিধি
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার প্রশাসনিক ভবন সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বৈঠকে উপস্থিত ছিলেন ইউএনও নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল পৌরসভা মেয়র মো. নাসির উদ্দিন,সহকারী কমিশনার(ভূমি) ফারজানা ইসলাম প্রমুখ।
"