রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)
সিংগাইরে ৮ ডাকাত গ্রেপ্তার মালামাল আংশিক উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে লুণ্ঠিত মালামাল নিজের কাছে রাখায় আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।
এর আগে ১৯ নভেম্বর রাত ৩টার দিকে ৯-১০ জনের একটি ডাকাত উপজেলা ধল¬া ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের সৌদি প্রবাসী জুয়েল রানার বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েলের স্ত্রী মনি বেগম বাদী হয়ে সিংগাইর থানায় অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, ডাকাতিতে জড়িত পলাতক অন্য ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সলিম খান, খলিল মিয়া, সামসুল ইসলাম, মোক্তার হোসেন, সজিব মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে।
"