দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পিকআপ উল্টে ছাত্রলীগের ২১ নেতাকর্মী আহত
পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিলে যাওয়ার পথে পিকআপভ্যান উল্টে ছাত্রলীগের ২১ নেতাকর্মী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় দুমকির লালখা সেতু এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিলে যোগ দিতে পটুয়াখালী যাচ্ছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পথে পিকআপভ্যান উল্টে যায়। এতে গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রোমান, তামিম, রনি, পারভেজ, কাদের ও তামিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। অন্যদের দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মাদ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি শুনেছি। কারণ অনুন্ধানে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
"