বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২৩

বকশীগঞ্জে আশ্রয়ণ কেন্দ্রের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে নির্মাণাধীন বন্যা আশ্রয়ণ কেন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে আশ্রয়ণ কেন্দ্রের ছাদ ঢালাইয়ের সময় তিনি পড়ে যান।

শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার হেল্লাবাড়ি গ্রামের গুলজার হোসেনের ছেলে। বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, বন্যা আশ্রয়ণ কেন্দ্রের তিন তলা ভবনের ছাদ ঢালাই শুরু হলে শহিদুল কাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি ছাদ থেকে মাটিতে পড়ে যান। এ সময় অন্য শ্রমিকরা শহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, নির্মাণ শ্রমিক শহিদুলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close